ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

নির্বাচন করবেন না নিজামীপুত্র

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ১৫:১৯

নির্বাচন করবেন না নিজামীপুত্র

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চেয়েও শেষ মুহূর্তে সরে গেলেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিব মোমেন। তার পাবনা-১ আসনে প্রার্থী হওয়ার কথা ছিল। এ অবস্থায় ওই আসনে মোমেনের পরিবর্তে অন্য প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সূত্রমতে, এবারের নির্বাচনে যুদ্ধাপরাধে দণ্ড পাওয়া শীর্ষনেতাদের নির্বাচনী এলাকায় তাদের যোগ্য স্বজনদের প্রার্থী করার সিদ্ধান্ত নেয় জামায়াত। এক্ষেত্রে শুরু থেকেই নিজামী ও সাঈদীর ছেলেদের নাম শোনা যাচ্ছিল জোরেসোরে। শেষমেশ নিজামীপুত্র না থাকলেও দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলেই আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থী হতে যাচ্ছেন।

নিবন্ধন হারানো স্বাধীনতাবিরোধী দলটির প্রার্থীদের জোটগত সমঝোতায় বা স্বতন্ত্রী প্রার্থী হয়ে নির্বাচন করতে হবে। ২০ দলীয় জোটের প্রধান শরিক বিএনপির ধানের শীষ বা স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীক নিয়ে ভোটে দাঁড়ানোরও সিদ্ধান্ত রয়েছে জামায়াতের। এ সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধাপরাধে দণ্ড পাওয়া অন্য শীর্ষনেতাদের নির্বাচনী এলাকাগুলোতে জামায়াতের স্থানীয় নেতারা অংশ নেবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, যুদ্ধাপরাধের দায়ে ২০১৬ সালের ১১ মে ফাঁসির দড়িতে ঝুলতে হয় নিজামীকে। ১৯৯১ ও ২০০১ সালে পাবনা-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১-০৩ মেয়াদে কৃষি ও ২০০৩-০৬ মেয়াদে শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত