ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ঢাকায় আসছে ভারতের নির্বাচন পর্যবেক্ষক দল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৩:২৯

ঢাকায় আসছে ভারতের নির্বাচন পর্যবেক্ষক দল

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভারতের ৩ সদস্যের প্রতিনিধিদল আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় আসছে। বুধবার দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে ভারতের নির্বাচন কমিশন থেকে ৩ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছে। প্রতিনিধিদলে রয়েছেন ভারতের নির্বাচন কমিশনের সচিব সুমন দাশ, পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী অফিসার আরিফ আফসাব ও ছত্তিশগড় রাজ্যের প্রধান নির্বাচনী অফিসার সুব্রত সাহো। ভারতের নির্বাচন কমিশনের এই তিন কর্মকর্তা বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

ভারত ছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা পর্যকবেক্ষণ করবেন।

এর আগে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে। ১৭ ডিসেম্বর সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার এই প্রত্যাশার কথা জানান।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য তার দেশ ৩২ জন পর্যবেক্ষক পাঠাবে। তিনি জানান, মার্কিন দূতাবাসের ১১টি দল নির্বাচন পর্যবেক্ষণ করবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের এ কথা জানান।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত