ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

রাস্তায় শিশুর জন্ম, এগিয়ে এলেন পুলিশ

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৯, ০২:১৩

রাস্তায় শিশুর জন্ম, এগিয়ে এলেন পুলিশ

অন্ধকার সরু পথের চারপাশটা চুপচাপ। সে পথ ধরে এগিয়ে যেতেই একটি বাড়িতে মা আর তার কন্যা সন্তানের খুনসুটি চোখে পড়ে। মুহূর্তেই চারপাশটা মানুষ হইচই শুরু হয়। ভিড় শুরু হয় রোজিনার বাড়িতে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর আগ্রাবাদ এলাকার ডোবা পুকুর এলাকার আমিন কলোনিতে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে।

বলছিলাম, গত ৭ জানুয়ারি নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ের গ্রামীণ ফোন সেন্টারের রাস্তায় পাশে কন্যা সন্তান প্রসব করা মানসিক ভারসাম্য লোপ পেতে থাকা রোজিনার কথা। সারাদিন নগরীর এপাশ-ওপাশ ঘুরঘুর করা রোজিনা সন্ধ্যায় ঠিকানা হয়ে উঠে আগ্রাবাদের বাদামতলী মোড়ের সামনের ফুটপাত।

অন্যদিনের মতো সন্ধ্যা সাতটায় ওই স্থানে গ্রামীণ ফোন সেন্টারের সামনে কন্যা সন্তান প্রসব করে কাতরাচ্ছিলেন। কন্যা সন্তান পৃথিবীর মুখ দেখানোর পরে প্রসব ব্যথার আর্তনাদে নগরীর ব্যস্ত সময়ে অনেকের চোখ আড়াল করলেও এগিয়ে আসেন এক পুলিশ সদস্য। তিনি অতি দ্রুত মা ও কন্যা সন্তানকে উদ্ধার করে নিয়ে যান আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। সেখানে চিকিৎসার যাবতীয় খরচ বহন করে সুস্থ জীবনে ফিরিয়ে আনেন মা ও মেয়েকে। চিকিৎসকরা জানিয়েছিলেন দেরি হলে মা-মায়ের খারাপ কিছু হতে পারতো।

ফুটপাত থেকে প্রসূতি মাকে উদ্ধারের খবর কয়েকটি গণমাধ্যমে উঠে আসলে প্রশংসিত হতে থাকেন দেওয়াট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক মাসুদুর রহমান। মানবিক কাজের স্বীকৃতিপত্রস্বরুপ তাকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করেন চট্টগ্রাম পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। কাজের মূল্যায়ন আর প্রশংসার কুড়িয়ে নেয়া মাসুদের দায়িত্ব যেনো আরো বেড়ে যায়।

নেমে পড়েন মা ও সন্তানের পুনর্বাসনের কাজে। এদিকে, গত ৮ জানুয়ারি মা ও শিশু হাসপাতালে মো. ইসমাঈল নামের এক যুবক নিজেকে রোজিনার স্বামী দাবি করেন। পরে যাচাই-বাছাই শেষে তার হাতে রোজিনাকে তুলে দেন তিনি। সবমিলিয়ে পরিবারটিকে ভরণপোষণের জন্য নতুন ঘর ভাড়ার ব্যবস্থা করে দেন। কন্যার ও মার জন্য কাপড়, কনকনে শীত নিবারণ জন্য গরম কাপড়ের ব্যবস্থা করেছেন। স্থানীয়দের সহায়তা চেয়েছেন মা ও কন্যা সন্তানের দেখভালের জন্য। সোমবার সন্ধ্যায় ওই ভাড়া বাড়িতে মাসুদুর রহমানকে দেখতে যাওয়ার পরে ভিড় জমে যায় রোজিনার বাড়িতে। সন্তানকে নিয়ে কখনও দুধ পান করাচ্ছেন কখনও বা তার সাথে কথা বলছেন।

এ সময় রোজিনা জানান, নগরীর আগ্রাবাদের একটি পোশাক কারখানায় কাজ করার সুবাদে স্বামী ইসমাইলের সাথে পরিচয় হয়। বাবা-মা'র অমতে তাকে বিয়ে করেন। তবে গত তিন বছরের মধ্যে তাদের দাম্পত্য জীবন ভালো টানা পোড়ন চলছিল। গত সাত মাসে বিচ্ছেদ হওয়ার উপক্রম হয়। বর্তমানে মাসুদের সহায়তায় ভালো আছি। দাম্পত্য জীবনে দুই মেয়ে এক ছেলের কথা জানালেও তাদের বিষয়ে কিছু জানে না রোজিনা।

কন্যা সন্তানটি মাসুদের কোলে নেয়ার পরে হাত দিয়ে খুনসুটি শুরু করেন। মাসুদুর রহমান অনেকটা উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, 'একজন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করেছি। চেষ্টা করেছি কিছু করার। পরিবার, সন্তান সুস্থ ও নিরাপদ থাকলে ভালো লাগবে। তার স্বামীকে তরকারি বিক্রির জন্য ভ্যান গাড়ি ক্রয় করে দিব। এর পাশাপাশি কেউ সহায়তা করতে চাইলে তার কাছে পৌঁছে দিব। স্থানীয়দের দেখভালের জন্য অনুরোধ করেছি।’

রোজিনার খোঁজ খবর নিতে নিয়ম করে বাসায় আসেন প্রতিবেশী নুরুন নাহার। তিনি জানান, আমরা সবসময় এসে মা-বাচ্চার খোঁজ খবর রাখি। আজকে সকালেও সবাই এসে তাকে রান্নার কাজে সহায়তা করেছি। ফুটফুটে কন্যা সন্তান,স্বামী আর প্রতিবেশীদের ভালোবাসায় নতুন দিনের অপেক্ষায় ভর করছে রোজিনার মাঝে। সব হারিয়ে চোখে-মুখে নতুন দিনের স্বপ্ন রোজিনার মাঝে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত