ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৯, ২০:০৯

রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা

শারীরিক অসুস্থতার কথা জানিয়ে রাজনীতি থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন লে. কর্নেল (অব.) সামসুল ইসলাম সামস। তিনি মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোববার দুপুরে মেহেরপুর স্টেডিয়ামপাড়ার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সামসুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে সংগঠনের গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করা মোটেও সম্ভব হচ্ছে না। যে কারণে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাধারণ সদস্যপদ সহ রাজনৈতিক সকল কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা দিচ্ছি।’

এ বিষয়ে আর কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি।

২০০২ সালে তিনি চাকরি থেকে অবসর নেন সামসুল ইসলাম। ২০০৬ সালে বিএনপির রাজনীতিতে যোগদান করেন। একই সাথে ৬০ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে যোগদান করেছিলেন তার মধ্যে তিনি একজন। পরে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় দৌড়ঝাঁপ করেছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত