ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে তিন দিনব্যাপী নাট্য উৎসব

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৯, ১২:০৪  
আপডেট :
 ২৩ জানুয়ারি ২০১৯, ১২:১০

গোপালগঞ্জে তিন দিনব্যাপী নাট্য উৎসব

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী নাট্য উৎসব। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোপালগঞ্জ জেলা শাখা এ নাট্য উৎসবের আয়োজন করেছে গোপালগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ।

মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মুকসুদপুর উপজেলা শাখা ‘একাত্তরের মুকসুদপুর’ এবং গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ‘একাত্তরের যশোর রোড’ নাটক উপস্থাপন করেন।

এতে অংশ নিচ্ছে জেলার ৬টি নাট্যদল। এগুলো হলো- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট-মুকসুদপুর শাখা, গোপালগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠী, জেলা শিল্পকলা একাডেমি, ত্রিবেনী গনসাংস্কৃতিক সংস্থা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখা, থিয়েটার বিল্ড ফর নেশন।

এর আগে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী তিন দিনব্যাপী এ নাট্য উৎসবের উদ্বোধন করেন।বৃহস্পতিবার রাতে এ নাট্য উৎসব শেষ হবে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত