ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

কুয়াকাটায় আগমন বেড়েছে পর্যটকের

  কলাপাড়া প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৯, ১৫:০১

কুয়াকাটায় আগমন বেড়েছে পর্যটকের

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে দেশ-বিদেশি পর্যটকদের আগমন বেড়ে গেছে। জাতীয় নির্বাচনের কোন প্রভাব পরেনি। যথারীতি আশানুরুপ হাজারো পর্যটক নিরাপদে ভ্রমন করছে কুয়াকাটার বিভিন্ন স্পটে। সবকিছু ঠিকঠাক থাকায় পর্যটন শিল্পের সাথে জরিতরাও সন্তষ্ট।

কুয়াকাটার প্রতিটি দর্শনীয় স্পট এখন পর্যটকদের পদাচারণে মুখরিত। এদিকে হোটেলগুলো পর্যটকদের আকৃষ্ট করার জন্য বাড়িয়েছে সেবার মান। সড়ক যোগাযোগ ভাল থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে ওইসব পর্যটকরা মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট খাটো পরিরহন নিয়ে জড়ো হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, সৈকত লাঘোয়া নারিকেল বাগান, ইকোপার্ক, ইলিশপার্ক, জাতীয় উদ্যান, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার, সুন্দরবনের পূর্বাঞ্চল খ্যাত ফাতরার বনাঞ্চল, ফকির হাট, গঙ্গামতি, কাউয়ার চর, লেম্বুর চর, শুটকি পল্লী ও কুয়াকাটার জিরো পয়েন্টে শিশু কিশোর যুবক যুবতীসহ নানা বয়সী পর্যটকদের পদচারণায় এখন মুখরিত হয়ে উঠেছে। এদিকে পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক টহল রয়েছে। পর্যটকদের ব্যাপক চাপ রয়েছে বলে কুয়াকাটার হোটেল সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানানিয়েছেন।

কুয়াকাটায় ভ্রমনে আসা এক শিক্ষার্থী উম্মে তামিমা বলেন, বন্ধুদের সাথে এসেছি। আগে কখনো আসিনি। কুয়াকাটার গল্প শুনে আগ্রহ ছিলো তাই। খুব ভালো, খুব ভালো লাগছে এখানকার সবকিছু। প্রাকৃতিক সৌন্দর্য, সাগরের ঢেউ, সূর্যোদয় আর সূর্যাস্তের মত লোভনীয় সৌন্দর্যই আমাকে আকৃষ্ট করেছে।

বরিশালের দৈনিক সংবাদ সকাল পত্রিকার বার্তা প্রধান গিয়াস উদ্দিন জানান, তাদের পত্রিকার সকল প্রতিনিধি নিয়ে কুয়াকাটা সফর করলাম। তবে তিনি বলেন, কুয়াকাটায় যেতে এখন কোন ঝক্কি-ঝামেলার পোহাতে হয়না। সড়ক যোগাযোগ ভাল হওয়াতে পর্যাটকরাও ছুটে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।

হোটেল সমুদ্র বাড়ির পরিচালক জহিরুল ইসলাম মিরন জানান, প্রতিদিনই তার হোটেল আগাম বুকিং থাকে। এ অবস্থা আরো বেশ কয়েকদিন থাকবে বলে তিনি জানান।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ পরিদর্শক মো. খুলিুর রহমান জানান, বিভিন্ন দর্শনীয় স্পটে তাদের পুলিশের টহল অব্যাহত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত