ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

এসএসসির প্রথম দিনে লক্ষ্মীপুরে অনুপস্থিত ৮১

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৭  
আপডেট :
 ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৮

এসএসসির প্রথম দিনে লক্ষ্মীপুরে অনুপস্থিত ৮১

এসএসসি পরীক্ষার প্রথম দিন শনিবার লক্ষ্মীপুরের বিভিন্ন কেন্দ্রে অনুপস্থিত ছিলো ৮১ পরীক্ষার্থী। এবার জেলার ৩১টি কেন্দ্রে ২৩ হাজার ৩২জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

এর মধ্যে জেলার ৫ উপজেলার ২০টি কেন্দ্রে এসএসসিতে ১৫ হাজার ৫৬৩ জন, ১১টি কেন্দ্রে মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৬ হাজার ৬৯৬ জন এবং ৪টি কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডে (ভোকেশনাল) ৭৭৩জন পরীক্ষা দিচ্ছে।

এছাড়া ৪২ জন এসএসসি পরীক্ষার্থী ও ৩৯ জন দাখিল পরীক্ষার্থী বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

সরেজমিনে কয়েকটি কেন্দ্রে দেখা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করে। কেন্দ্রের প্রবেশপথ ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি দেখা যায়।

বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জেলা শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল সংবাদকর্মীদের বলেন, শান্তিপূর্ণ পরিবেশে লক্ষ্মীপুরের সবকয়টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলছে। লক্ষ্মীপুরে কোনো ভাবেই প্রশ্নফাঁস করার সুযোগ নেই। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। পরীক্ষায় যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকটি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত