ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

কোনো দলে নেই বলে কেউ মূল্যায়ন করে না: হিরো আলম

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৩

কোনো দলে নেই বলে কেউ মূল্যায়ন করে না: হিরো আলম

স্বতন্ত্ররাই বর্তমানে বিরোধী দল উল্লেখ করে স্বতন্ত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও আলোচিত অভিনেতা হিরো আলম (আশরাফুল আলম) বলেছেন, ‘আমরা যে নির্বাচনে দাঁড়াবো, তা সুষ্ঠু হবে তা কিন্তু শিওর না। কারণ বর্তমান দেশে বিরোধী দল নেই। আমরা স্বতন্ত্ররাই বিরোধী দল। আমরা যেহেতু বিরোধী দল সেহেতু ভোটকেন্দ্রে জনগণ যেতে পারছে কিনা, প্রচার করতে পারছে কিনা, সুষ্ঠু ভোট হচ্ছে কিনা, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। অন্য কেউ কিন্তু রাখবে না।’

বৃহস্পতিবার রাজধানীর প্রেসক্লাবে ‘একাদশ সংসদ নির্বাচনের বাস্তবতার পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ভবিষ্যৎ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বতন্ত্র ঐক্য পরিষদ।

হিরো আলম বলেন, ‘সামনে যে নির্বাচনগুলো আছে, সেগুলোতে আমরা সাহস করে যে দাঁড়াবো তার কোনো নিশ্চয়তা নেই। সবাই আমাদেরকে বাপহারা সন্তানের মতো মূল্যায়ন করে। আমরা য‌দি কোনো দলের হয়ে নির্বাচন করতাম তাহ‌লে সবাই মূল্যায়ন কর‌ত। কোনো দলে নেই বলে কেউ মূল্যায়ন করে না।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচনগুলো সুষ্ঠুভাবে করার একটি ব্যবস্থা করুন। যাতে জনগণ বলতে না পারে, রাত ১২টার আগেই ভোট শেষ, ব্যালট বাক্স ছিনতাই, ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই। হুমকি‌ দেওয়া হ‌চ্ছে।’

হিরো আলম বলেন, ‘মানুষ চিরকাল বেঁচে থাকে না। জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে। বর্তমানে যারা সরকারে আছে তারাও একদিন থাকবে না। তখন এই দেশ কে চালাবে? তাই এই দেশ চালানোর জন্য স্বতন্ত্র বা নতুন রাজনৈতিক দল গড়ার সুযোগ দিতে দিন।’

সংবাদ সম্মেলনে আরোি উপস্থিত ছিলেন- স্বতন্ত্র ঐক্য পরিষদের আহ্বায়ক পাঠান আজাহার মহম্মদ প্রিন্স, সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রহিম।

প্রসঙ্গত, ইউটিউবে ব্যতিক্রমী নাচ গান ও ভিডিও ছেড়ে আলোচিত হিরো আলমের বাড়ি বগুড়ায়।তার প্রকৃত নাম আশরাফুল আলম।তিনি একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করেন। নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়ার পর হাইকোর্ট থেকে প্রার্থীতা ফিরে পান। তখন ‘নির্বাচন কমিশনকে হাইকোর্ট দেখিয়ে ছাড়লাম’ মন্তব্য করে ব্যাপক আলোচনায় আসেন জামানত বাজেয়াপ্ত হওয়া এই প্রার্থী।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত