ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ইজতেমায় গুজব ঠেকাতে র‌্যাব ডিজির হুঁশিয়ারি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৮

ইজতেমায় গুজব ঠেকাতে র‌্যাব ডিজির হুঁশিয়ারি

আসন্ন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে র‍্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, না জেনে না শুনে গুজব শেয়ার দিলে তার পরিণতি হবে ভয়াবহ। বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি চার দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমাকে কেন্দ্র করে গত বছর নানা মত ও ভেদাভেদের সৃষ্টি হয়েছিল। সর্বশেষ সরকারের প্রচেষ্টায় ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি বলেন, প্রতিবছর বিশ্ব ইজতেমাকে ঘিরে যে ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকে, এবার এর সঙ্গে বাড়তি কিছু ঝুঁকি যুক্ত হয়েছে। ইজতেমায় শান্তি-শৃঙ্খলার কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হলে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

র‌্যাব ডিজি বলেন, বিশ্ব ইজতেমার নিরাপত্তা কেন্দ্র করে তাবলিগ জামাতের নেতৃবৃন্দ ও মুরব্বিসহ দায়িত্বশীলদের ভুল বা কোনো গ্রুপের কোনো ধরনের ভুলে কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে এটা কোনোভাবেই বরদাশত করা হবে না, এটা কাম্যও নয়। যেভাবে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে সেভাবেই ইজতেমা অনুষ্ঠিত করতে হবে এবং বয়ান ও আখেরি মোনাজাত সেভাবে হবে।

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তৃতীয় কোনো পক্ষ যেন সুযোগ না নিতে পারে এ বিষয়ে সবাইকে সতর্ক করে র‌্যাব ডিজি বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, আমরাও সতর্ক থাকব। তার পরও যদি কেউ এমন কিছু করার অপচেষ্টা করে; তাহলে আমরা তাদের সমূলে বিনষ্ট করব।

এ সময় তিনি তাবলিগ জামাতের মুরব্বিদের উদ্দেশ্যে বলেন, আপনারা যেহেতু আল্লাহর রাহে কাজ করেন তাই বিশ্ব ইজতেমার শান্তি-শৃঙ্খলার পরিবেশ বজায় রাখবেন। আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না। আপনাদের আশপাশে আমরা সাদা পোশাকে যেমন থাকবো, পোশাকেও থাকবো। কিন্তু কোনো ধরনের গুজবে কান দেবেন না।

তিনি বলেন, তাবলিগ জামাতের মুরব্বিদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে ও থাকবে; যাতে করে কোনো ধরনের গুজব সৃষ্টি হলে আমরা এটা দ্রুত নিষ্পত্তি করতে পারি। তাবলিগ জামাতের নেতৃবৃন্দদের বলবো, কোথাও কোনো তথ্য পেলে সেটি যাচাই না করে শেয়ার করবেন না। আর যাচাই না করতে পারলে আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমরা যাচাই করব। কিন্তু আনভেরিফাইড কোনো তদন্ত এই বিশাল মহাসমাবেশে ছড়িয়ে দেবেন না।

র‌্যাব ডিজি বলেন, আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। সে প্রেক্ষিতে বলতে পারি, এই মহাসমাবেশকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে আমাদের প্রস্তুতি পর্যাপ্ত। কোনো ধরনের আশঙ্কা নেই। আমরা এই কথাগুলো বলছি, যাতে করে বিন্দুমাত্র সন্দেহের কোনো সুযোগ না থাকে। আমাদের এবার যে পরিমাণ লোক থাকবে ইউনিফর্মে তার চেয়ে বেশি লোক থাকবে সাদা পোশাকে। প্রত্যেকটা খিত্তাকে ঘিরে এবং বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে আমরা এবার সাদা পোশাকের আবরণ সৃষ্টি করব।

ইজতেমার ময়দানে ক্যাপাসিটি অনুযায়ী র‌্যাবের পূর্ণ প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে আমাদের হেলিকপ্টার টহল থাকবে, মাঠে ড্রোন থাকবে। ইলেক্ট্রিক ইক্যুয়েপমেন্ট দিয়ে ময়দান সুইপিং করা হবে এবং ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

এনএসএস/ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত