ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বৃষ্টির পানি ধরে রাখতে রেইন ওয়াটার হারভেস্টর নির্মাণের উদ্যোগ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৫  
আপডেট :
 ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৮

সারাদেশে রেইন ওয়াটার হারভেস্টর নির্মাণের উদ্যোগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বৃষ্টির পানি ধরে রাখতে সারা দেশে রেইন ওয়াটার হারভেস্টর নির্মাণ করা হবে।

মঙ্গলবার সংসদে বিরোধীদলের মো. রুস্তম আলী ফরাজীর এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ লক্ষ্যে প্রথম পর্যায়ে স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ‘অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৬০টি রেইন ওয়াটার হারভেস্টর এবং ‘পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্প’ শীর্ষক প্রকল্পের আওতায় ৩৯টি রেইন ওয়াটার হারভেস্টর স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, এছাড়াও ‘পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর বা দিঘি বা জলাশয়সমূহ পুনঃখনন বা সংস্কার’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত