ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে তিনটি নৌকার, স্বতন্ত্র দুই

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০১৯, ২২:৫৭

ঠাকুরগাঁওয়ে তিনটি নৌকার, স্বতন্ত্র দুই

ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলার নির্বাচনী বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে অরুনাংশু দত্ত টিটো নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২৬ হাজার ১২৭ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির রাজিউল ইসলাম আম প্রতীক নিয়ে ২ হাজার ৫৪২ টি ভোট পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবল মার্কার প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে আব্দুর রশিদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলশ মার্কার প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মাশহুরা।

বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৯৬ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ২৯ হাজার ৪৬৯ ভোট পেয়েছেন।

রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শাহারিয়ার আজম মুন্না মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫২ হাজার ৮৮২ টি ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সইদুল হক ৪০ হাজার ৭৪০টি ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে টিউবওয়েল প্রতীক নিয়ে সোহেল রানা ৪৩ হাজার ৬২১টি ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীপ্রার্থী বাবর ২১ হাজার ৮৩০টি ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে শেফালি বেগম ৩৬ হাজার ৫৪৮টি ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরিদা ৩২,৫০২টি ভোট পেয়েছেন।

পীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আখতারুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৫৮ হাজার ০৭২টি। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩২ হাজার ৪৩৩ টি।

ভাইস চেয়ারম্যান পদে সুকুমার রায় চশমা মার্কা প্রতীক নিয়ে ৪৫ হাজার ৪৫৪টি ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইত্তেশাম উল হক মীম তালা মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৭৫টি ভোট।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারতী রাণী রায় বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

হরিপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল নৌকা প্রতিক নিয়ে ৩৫ হাজার ১৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শামীম ফেরদৌস টগর ঘোড়া মার্কা প্রতিক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৪০৯ ভোট।

  • সর্বশেষ
  • পঠিত