ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

উখিয়ায় বোমা সদৃশ ৬ বস্তুসহ রোহিঙ্গা আটক

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২২ মার্চ ২০১৯, ১৭:৫৩

উখিয়ায় বোমা সদৃশ ৬ বস্তুসহ রোহিঙ্গা আটক

উখিয়ায় ৬টি বোমা সদৃশ বস্তুসহ রোহিঙ্গা আটক হয়েছে। শুক্রবার দুপুর ১টায় উখিয়া থানা পুলিশ গ্রামবাসীর সহযোগিতায় রাজাপালং ইউনিয়নের পূর্ব ডেইলপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গার নাম মো. ফারুক (২৮)। সে কুতুপালং ৬নং ক্যাম্পের ই-৩ ব্লকের সুলতান আহমদের ছেলে।

রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ড ডেইলপাড়া গ্রামের ইউপি সদস্য আব্দুর রহিম জানান, কুতুপালং ৬নং ক্যাম্পের ই-৩ ব্লকের সুলতান আহমদের ছেলে মো. ফারুক (২৮) একটি সিএনজি নিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে ডেইলপাড়া গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসীর সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশি করে ৬টি বোমা সদৃশ লোহার কৌটা পাওয়া যায়। তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে উখিয়া থানার ওসি মো. আবুল খায়েরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীকে থানায় নিয়ে আসে বলে ওই কর্মকর্তা সত্যতা নিশ্চিত করেছেন।

উখিয়া থানার উপ-পরিদর্শক মিল্টন দে বলেন, স্থানীয় গ্রামবাসীর খবরের ভিত্তিতে পুলিশ রোহিঙ্গা সন্ত্রাসী মো. ফারুককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধারকৃত বস্তুগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত