ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

কক্সবাজারে নির্বাচনী সহিংসতা

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২২ মার্চ ২০১৯, ২৩:১০

কক্সবাজারে নির্বাচনী সহিংসতা

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারের রামু ও মহেশখালী উপজেলায় সহিংস ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় মহেশখালী উপজেলায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী মিছিলে প্রতিপক্ষ আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর লোকজন হামলা চালিয়েছে। হামলার সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে হামলাকারীরা এবং ভাঙচুর করেছে ৭/৮টি যানবাহন।

নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ হোছাইন ইব্রাহিমের জনসভায় সমর্থকরা যোগ দিতে যাবার সময় প্রতিপক্ষ আনারস প্রতীকের সমর্থকরা দ্বীপের নোনাছড়ি নামক এলাকায় হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।

অপরদিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় সন্ধ্যায় নৌকা প্রতীকের একটি প্রচারণা অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানিয়েছেন, নির্বাচনী সহিংসতার ঘটনা নিয়ে আমি অবহিত রয়েছি। ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পঠিত