ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

‘হিজড়া’ পরিচয়ে ভোটার হওয়া যাবে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৯, ২১:১৪

‘হিজড়া’ পরিচয়ে ভোটার হওয়া যাবে

প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের নাগরিকরা ‘হিজড়া’ পরিচয়ে ভোটার হতে পারবেন। আগে তাদের নারী বা পুরুষ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হতো।

জানা যায়, আগামী ২৩ এপ্রিল থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে ১৩ মে পর্যন্ত। আর এতেই ‘হিজড়া’ পরিচয়ে নিজের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন বাংলাদেশি তৃতীয় লিঙ্গের নাগরিকরা।

এর আগে, ভোটার তালিকার ফরমে ‘হিজড়া’ লেখার কোনো অপশন ছিল না। কিন্তু আইনের সংশোধন এনে ফরমে তা যোগ করেছে ইসি।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেন বলেন, এবার থেকে তৃতীয় লিঙ্গের নাগরিকরা হিজড়া পরিচয়েই ভোটার হতে পারবেন। ইতোমধ্যে ফরম ছাপানোর জন্য প্রেসে অফিস আদেশ দেওয়া হয়েছে।

আগে হিজড়ারা ভোটার হতো নারী বা পুরুষ পরিচয়ে। এবার তারা সেই পরিচয় সংশোধন করে হিজড়া পরিচয়ে অন্তর্ভুক্ত হতে পারবেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৩ নভেম্বর মন্ত্রিসভায় হিজড়াদের স্বীকৃতি দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়া জনগোষ্ঠীকে ‘হিজড়া লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরই ধারবাহিকতায় নির্বাচন কমিশনও ভোটার তালিকা আইনে পরিবর্তন এনে হিজড়াদের স্বীকৃতি দিতে যাচ্ছে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত