ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ব্যবসায়ীকে বাস থেকে ফেলে হত্যার প্রতিবাদে মানববন্ধন

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০১৯, ২০:৫৪

ব্যবসায়ীকে বাস থেকে ফেলে হত্যার প্রতিবাদে মানববন্ধন

মহাসড়কে বেপরোয়া গতি আর অন্য গাড়ির সাথে প্রতিযোগিতার প্রতিবাদ করায় ব্যবসায়ী সাদিকুর রহমানকে (৩৫) হত্যার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ত্রিশালে মানববন্ধন করেছেন।

বুধবার বিকেলে ত্রিশালের রায়মনি গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর হাজারো জনতা এই মানববন্ধনে অংশ নেয়। তারা অবিলম্বে সাদেক হত্যাকারীদের ফাঁসি দাবি করেন। মানববন্ধনে ত্রিশালের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা উপস্থিত ছিলেন।

ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের সুরুজ আলীর ছেলে ফার্নিচার ব্যবসায়ী সাদিকুর রহমান গত সোমবার গাজীপুর জেলার নয়নপুর গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। সকাল ১০টার দিকে তিনি সৌখিন পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৪-৯৪২২) ত্রিশাল ফিরছিলেন। ঢাকা থেকেই বাসটি বেপরোয় গতিতে চালাচ্ছিলেন চালক সোহেল। ভালুকা আসার পর কয়েটি বাসের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে এসে জোরে ব্রেক করেন চালক সোহেল। এতে বাসের ভেতর থাকা যাত্রীরাও ছিটকে পড়েন।

এ সময় সাদিকুর চালককে ধীরে গাড়ি চালানোর পরামর্শ দেন। সিট থেকে উঠে এসে চালককের সাথে কথা বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন চালক সোহেল। এ সময় বাসের হেলপারও যোগদেয় চালকের সাথে। তর্ক বির্তকের এক পর্যায়ে হেলপার ও বাসের সুপারভাইজার (অজ্ঞাত) মিলে সাদিকুরকে ধরে দরজার কাছে এনে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত