ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ভোটকেন্দ্রেই ঘুমিয়ে পড়লেন কর্মকর্তা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০১৯, ১৪:৪৬

ভোটকেন্দ্রেই ঘুমিয়ে পড়লেন কর্মকর্তা

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ভোটার না পেয়ে ঘুমিয়ে সময় পার করছেন একজন ভোটগ্রহণ কর্মকর্তা। সোমবার দুপুর ১টা ১০ মিনিটে জেলা শহরের প্রাণকেন্দ্র সাতমাথা জিলা স্কুল কেন্দ্রে এমনই দৃশ্য দেখা গেছে।

এদিকে সকাল ৯টায় ভোট শুরুর পর থেকেই থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করলেও তা হয়নি।

সূত্রে তথ্য মতে, দুপুর ১টা পর্যন্ত ২/৩টি কেন্দ্র বাদে অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ ১০ ভাগের বেশি হয়নি। বগুড়া জিলা স্কুল কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে ৯ ভাগ। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৭৭ জন।

এদিকে আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য প্রার্থীদের এজেন্টরা ভোটকেন্দ্রে অবস্থান করছেন। ১৪১টি ভোটকেন্দ্রের কোনোটিতেই এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম বদিউজ্জামান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত