ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

শ্মশানঘাটে উচ্ছেদের সময় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

শ্মশানঘাটে উচ্ছেদের সময় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

রাজধানীর বুড়িগঙ্গার শ্মশানঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় বিআইডব্লিউটি’র ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে দখলদাররা এ হামলা চালায়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বিআইডব্লিউটিএ জানায়, দীর্ঘদিন ধরে নদীর জায়গা দখল করে বালুমহাল ও ভাঙ্গারির গুদামের ব্যবসা করে আসছিলো ইব্রাহিম আলম রিপন ও তার ভাই ইকবাল আহমেদ বাপ্পিরা। সকাল ১০টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করলে রিপন ও বাপ্পির নেতৃত্বে সন্ত্রাসীরা বাধা দেয়। কিন্তু উচ্ছেদ অব্যাহত রাখলে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ উচ্ছেদকারীদের ওপর হামলা চালায় দখলদাররা। হামলার পর রিপন ও বাপ্পি নৌকায় করে পালিয়ে যায়।

কোন বাধাই উচ্ছেদকে ব্যাহত করতে পারবে না বলেও জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত