ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

একীভূত হচ্ছে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়!

একীভূত হচ্ছে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়!

সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়কে একীভূত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয় দুটির কার্যক্রম পরস্পর সম্পর্কযুক্ত বিবেচনায় সংসদীয় কমিটি তাদের একীভূত করার সুপারিশ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের কাঙ্ক্ষিত বিকাশ ও পর্যটন শিল্পের উন্নয়নে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয়কে একীভূত করে একটি একক মন্ত্রণালয় গঠনের সুপারিশ করা হয়েছে।

কমিটির সদস্য অসীম কুমার উকিল বলেন, দুটো মন্ত্রণালয়ের কাজ একই ধরনের। এ জন্য আমরা দুটোকে একীভূত করে একক মন্ত্রণালয় গঠনের সুপারিশ করেছি।

কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল ও সুবর্ণা মুস্তাফা বৈঠকে অংশ নেন।

  • সর্বশেষ
  • পঠিত