ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

স্বর্ণ পাচার মামলায় একজনের যাবজ্জীবন

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮

স্বর্ণ পাচার মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গার জীবননগরে স্বর্ণ পাচার মামলায় রাকিব হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত রাকিব হোসেন জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে রাকিব হোসেন বাইসাইকেল যোগে জীবননগর সীমান্তের গোয়ালপাড়া দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা করে। এ সময় ৫৮ বিজিবির গয়েশপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালপাড়া সীমান্তের কাছে রাকিবকে আটক করে। এসময় তার দুই পায়ে লুকিয়ে রাখা ১ কেজি সাড়ে ৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

রাতেই বিজিবির গয়েশপুর বিওপির নায়েক সুবেদার আব্দুস সাত্তার একটি মামলা দায়ের করেন জীবননগর থানায়।

মামলার তদন্ত কর্মকর্তা জীবননগর থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন একজনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ১৬ এপ্রিল আদালতে চার্জশিট দেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত