ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

দ্বিগুণ হলো লঞ্চ টার্মিনালে প্রবেশ মূল্য

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৩  
আপডেট :
 ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৪

দ্বিগুণ হলো লঞ্চ টার্মিনালে প্রবেশ মূল্য

দেশের লঞ্চ টার্মিনালগুলোতে প্রবেশ টিকেটের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এতথ্য জানিয়েছেন।

টার্মিনালে প্রবেশের সময় প্রতিবার প্রতিজনের ৫ টাকার টিকেট কাটতে হলেও ১ অক্টোবর থেকে প্রতি টিকেটে নেয়া হবে ১০ টাকা।

এপ্রসঙ্গে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যাত্রীসেবা বাড়ানোর লক্ষ্যে অনেকগুলো সভা করে চুলচেরা বিশ্লেষণের পর টিকেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

১০ টাকার মধ্যে দুই টাকা যাত্রী কল্যাণ তহবিলে জমা হবে এবং বাকি টাকা টার্মিনাল রক্ষণাবেক্ষণসহ অন্যান্য সেবামূলক কাজে ব্যয় করা হবে।

এ কে এম আরিফ উদ্দিন বলেন, যে কোনো টোল বা শুল্ক, তা সরকারের অনুমোদনক্রমে চালু করা হয়। এ শুল্ক সরকারের অর্থাৎ অর্থ মন্ত্রণালয় অনুমোদন করার পরে ১ অক্টোবর থেকে এটা চালু হবে।

নৌ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সারাদেশে ৩২টি নদীবন্দর থাকলেও ২৮টি নদী বন্দর চালু রয়েছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত