ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

নতুন সড়ক আইন নিয়ে ডিএমপি’র কর্মশালা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৯, ১৯:২১

নতুন সড়ক আইন নিয়ে ডিএমপি’র  কর্মশালা

নতুন জারি করা সড়ক পরিবহন আইন, ২০১৮ উপলক্ষে ডিএমপি’র ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার রাজারবাগ শিরুমিয়া মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ।

গত ১ নভেম্বর ২০১৯ হতে কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন, ২০১৮ প্রসঙ্গে আলোচনাকালে প্রধান অতিথি বলেন, এই আইনের ১০৮ ধারা মোতাবেক জরিমানা আদায়ের রশিদ দিতে হবে। কর্মশালায় এই আইনের প্রয়োগ সংক্রান্তে তিনি উপস্থিত ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতি: উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, টিআই ও সার্জেন্টদের সাথে মতবিনিময় করেন ।

পরিশেষে তিনি উপস্থিত কর্মকর্তাদের সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে মামলা দেয়ার প্রক্রিয়া, জরিমানা আদায় ও আদায়কৃত জরিমানার টাকা ব্যাংকে জমাদান সংক্রান্তে দিক নির্দেশনা দেন।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়দেব চৌধুরী বিপিএম এবং ট্রাফিক পূর্ব বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাহেদ আল মাসুদ।

এছাড়াও ট্রাফিক বিভাগের অতি: উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, টিআই ও সার্জেন্ট পদমর্যাদার শতাধিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত