ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

রামগঞ্জে বুলবুলের তাণ্ডবে মেম্বারের ঘরবাড়ি লণ্ডভণ্ড

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৯, ১৬:১৬

রামগঞ্জে বুলবুলের তাণ্ডবে মেম্বারের ঘরবাড়ি লণ্ডভণ্ড

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ইছাপুর ওয়ার্ড মেম্বার কামাল হোসেন লিটনের বসতঘর রোববার রাতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায়। বসতঘর ভেঙে যাওয়া ওই মেম্বার স্ত্রী-সন্তানদের নিয়ে খোলা আকাশের নিছে মানবেতর জীবনযাপন করছেন।

মেম্বার কামাল হোসেন লিটন বলেন, রোববার রাতে ঘুমে থাকাবস্থায় গভীর রাতে ‍ঘূর্ণিঝড় শুরু হয়। কিছু বুঝে উঠার আগেই বসতঘর ভেঙে পড়ে।

ইছাপুর ইউপি চেয়ারম্যান সহিদ উল্যাহ বলেন, মেম্বারের বসতঘর ভেঙে যাওয়ার বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।

ইউএনও মুনতাসীন জাহান বলেন, সরকারি বরাদ্দ পেলে বসতঘর নির্মাণের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

রামগঞ্জে চোরকে পুলিশে সোর্পদ

রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ মঙ্গলবার দুপুরে চিহ্নিত চোর পারভেজ হোসেনকে পুলিশে সোর্পদ করেছে। পারভেজ ইছাপুর গ্রামের দর্জি বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে। তার বিরুদ্ধে একই গ্রামের তালুকদার বাড়ির শরিফ হোসেন থানায় এজাহার দিয়েছেন।

উপজেলার ৪নং ইছাপুর ইউপির ইছাপুর গ্রামের দর্জি বাড়ির হানিফের ছেলে সবুজ দর্জি ও মৃত আবুল খায়েরের ছেলে পারভেজ দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় নানা প্রকার চুরি করে আসছে। গ্রামের বাড়িতে সিধ চুরিসহ গভীর রাতে নারকেল-সুপারি চুরি করায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে ইউপি চেয়ারম্যান সহিদ উল্যার কাছে বিচার চায়।

এতে ক্ষিপ্ত হয়ে পারভেজ ও সবুজ আরো বেপরোয়া হয়ে ওঠে। পরিস্থিতি দেথে মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান সহিদ উল্যাহ গ্রাম পুলিশকে নিয়ে চোর পারভেজকে আটক করে পুলিশে সোর্পদ করে।

এ ব্যাপারে জানতে চাইলে থানার এসআই আব্দুস ছাত্তার বলেন, চেয়ারম্যান সহিদ উল্যাহ চোরের অভিযোগে পারভেজকে পুলিশে সোর্পদ করার পর গ্রামের ভুক্তভোগী শরিফ হোসেন এজাহার দায়ের করেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত