ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

ডিসির স্ত্রী পরিচয়ে প্রকৌশলীকে ফোন, অতঃপর...

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৯, ০৭:০৫  
আপডেট :
 ০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৫২

ডিসির স্ত্রী পরিচয়ে প্রকৌশলীকে ফোন, অতঃপর...

চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে ডিসির স্ত্রী পরিচয়ে ফোন দিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে এক প্রতারক চক্র। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সদর থানায় লিখিত অভিযোগ করেন নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদার। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সদ্য যোগদান করা চুয়াডাঙ্গা সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদারের মুঠোফোনে চুয়াডাঙ্গা ডিসি নজরুল ইসলামের স্ত্রী পরিচয়ে এক নারী ফোন দেন। ফোনে এ সময় ওই নারী তার অফিস সড়ক ও জনপথের একাউন্ট অফিসারের ফোন নাম্বার নেন।

পরে ওই প্রতারক নারী একাউন্ট অফিসার উজ্জ্বল কুমার বসুকে ফোন দিয়ে চুয়াডাঙ্গা সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদারের স্ত্রী পরিচয়ে বিকাশের মাধ্যমে টাকা দাবী করেন। টাকা চাওয়ার বিষয়ে একাউন্ট অফিসারের সন্দেহ হলে তিনি ঘটনাটি নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদারকে জানান।

প্রতারক চক্রের প্রতারণার কৌশলটি বুঝতে পেরে নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদার রাতেই জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেন। পরে জেলা প্রশাসকের পরামর্শে তিনি চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, এ বিষয়ে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রযুক্তির সাহায্যের মাধ্যমে প্রতারক চক্রের সদস্যদের ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত