ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

যশোর মুক্ত দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:১৫

যশোর মুক্ত দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিন মুক্তিবাহিনীর প্রতিরোধে পকিস্তানি সেনারা যশোর ছেড়ে যেতে বাধ্য হয়। যশোর মুক্ত দিবসে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি আয়োজন করেছে।

শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় সংগীতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে। পরে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মঈনুল হক। পরে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অপর্ন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী স্বপন ভট্টাচার্য্যসহ আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত