ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

কোচিং সেন্টারে গোপন বৈঠক, ৯ জন ধরা

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৬

কোচিং সেন্টারে গোপন বৈঠক, ৯ জন ধরা
ফাইল ফটো

বগুড়ায় এক কোচিং সেন্টারে গোপন বৈঠকের অভিযোগে নয় জন শিবির কর্মীকে আটক করা হয়েছে। বুধবার রাতে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টার থেকে তাদের আটক করে পুলিশ।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা। তবে তিনি তাদের নাম-পরিচয় বলতে রাজি হননি।

সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, বুধবার রাত ৮টার পর শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে রেটিনা কোচিং সেন্টারে শিবির নেতাকর্মীদের কোরআন শিক্ষার নামে গোপন বৈঠক চলছিল।

গোপনে এমন খবর পেয়ে কোচিং সেন্টার ঘেরাও করা হয়। সেখান থেকে এক আইনজীবীসহ শিবিরের নয় কর্মীকে আটক করা হয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত