ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ইটভাটার ম্যানেজারসহ দুইজনকে জরিমানা

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৮

ইটভাটার ম্যানেজারসহ দুইজনকে জরিমানা
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে সরকারি জায়গার মাটি ক্রয় ও বিক্রি করার দায়ে প্রগতি গ্রিন ব্রিকস ম্যানেজারসহ দুইজনকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সদর উপজেলার পুরাতন মানিদাহ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মনোয়ার হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মনোয়ার হোসেন জানান, দুপুরে সদর উপজেলার পুরাতন মানিদাহ এলাকার প্রগতি গ্রিন ব্রিকসে অভিযান চালানো হয়। এ সময় সরকারি জায়গার মাটি কিনে ইট তৈরি করে বিক্রির দায়ে ইট ভাটার ম্যানেজার সবুর মোল্যাকে (৪১) আটক করা হয়। পরে ইট ভাটার মালিককে পাওয়া না গেলে ম্যানেজার সবুর মোল্যাকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে জরিমানার টাকা পরিশোধকরে ছাড়া পান।

এদিকে, সরকারি জায়গার মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার দায়ে মিজু বিশ্বাসকে (২১) আটক করা হয়। পরে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। তিনিও জরিমানার টাকা জমা দিয়ে ছাড়া পান।

তিনি আরো জানান, পরিবেশ রক্ষায় এ অভিযান আগামীতেও চলবে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত