ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ওসির কক্ষে যুবলীগ নেতার জন্মদিন পালন!

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৯, ২৩:৫২

ওসির কক্ষে যুবলীগ নেতার জন্মদিন পালন!

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ওসির কক্ষে বিরাট আয়োজন করে একজন বহিষ্কৃত যুবলীগ নেতা-কাম-ওয়ার্ড কাউন্সিলরের জন্মদিন পালন করার ঘটনায় তোলপাড় উঠেছে শহরজুড়ে। এ ঘটনা নিয়ে রাজশাহী মহানগর পুলিশের ভেতরেও চলছে তোলপাড়।

গত সোমবার রাতে চন্দ্রিমা থানার ওসির কক্ষে ধুমধাম করে জন্মদিন পালন করেন থানার ওসি গোলাম মোস্তফা। ওসির কক্ষে তার জন্মদিন পালনের ছবিটি সোমবার নিজেই ফেসবুকে পোস্ট করেন মহানগর যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম সুমন। তার বাড়ি নগরীর শিরোইল কলোনি এলাকায়। ফেসবুকে পোস্টের পর পরই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

চন্দ্রিমা থানাটি ১৯ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ ডিসেম্বর ছিল যুবলীগ নেতা তৌহিদুল হক সুমনের জন্মদিন। এ উপলক্ষে চন্দ্রিমার ওসি লোক পাঠিয়ে বাজার থেকে আনিয়ে নেন একটি বড় কেক। ওইদিন রাতে সুমন তার কয়েকজন সহযোগীসহ চন্দ্রিমা থানায় গেলে ওসি তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। পরে ওসির কক্ষে কেক কাটা হয়।

ভাইরাল হওয়া দুটি ছবির একটিতে দেখা যায়, ওসির কক্ষে ওসি গোলাম মোস্তফা ও কাউন্সিলর সুমন মোমবাতি জ্বালিয়ে জন্মদিন পালনের সূচনা করছেন। পরের আরেকটি ছবিতে দেখা যায় কেকের টুকরা খয়েরি রঙের কোর্ট পরিহিত সুমনের মুখে তুলে দিচ্ছেন ওসি।

ছবি দু’টিতে থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম ও আরও একজন পুলিশ কর্মকর্তাকে করতালি দিতে দেখা যাচ্ছে। এ দিকে নিজের কক্ষে কেক কেটে যুবলীগ নেতার জন্মদিন পালন প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক আরএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওসির এই ধরনের কাজ অসদাচরণের শামিল। বিষয়টি তদন্তের পর্যায়ে রয়েছে। কী ব্যবস্থা নেয়া হবে সেটা তদন্তের পরে জানানো হবে।

এদিকে যুবলীগ নেতা ও কাউন্সিলর সুমন সোমবার জন্মদিনের ছবি দুটি পোস্ট করে নিজের ফেসবুক পাতায় লিখেছেন, ‘চন্দ্রিমা থানার ওসি সাহেব গোলাম মোস্তফা মহোদয়ের স্নেহময় ভালোবাসায়।’

থানায় গিয়ে জন্মদিনের কেক কাটা ও জন্মদিন উদযাপন প্রসঙ্গে সুমন বলেন, ‘ওইদিন ওসি সাহেব কীভাবে জানতে পারেন আমার জন্মদিন। তার আমন্ত্রণে থানায় গিয়ে দেখি উনি জন্মদিন পালনের আয়োজন করেছেন। সেখানেই জন্মদিনের কেক কাটা হয়।’

থানায় কারো জন্মদিন পালনের এ আয়োজন প্রসঙ্গে ফোন দেয়া হয় চন্দ্রিমা থানার ওসির সরকারি মোবাইল নম্বরে। ফোনটি ধরেন পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘ওসি স্যার ব্যস্ত আছেন।’

ওসির কক্ষে যুবলীগ নেতার জন্মদিন পালন প্রসঙ্গে শরিফুল ইসলাম বলেন, ‘ওইদিন চন্দ্রিমা থানা কমিউনিটি পুলিশের সভা ছিল। সুমন সাহেব থানা কমিউনিটি পুলিশের সভাপতি। সেই উপলক্ষে কেক কাটা হয়েছে। কেক কেটে কারো জন্মদিন পালন করা হয়নি।’

যুবলীগ নেতা সুমনের দেয়া ও ফেসবুকে পোস্ট করা ছবি ও বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি এটুকুই জানেন। এর বেশি ওসি সাহেব বলতে পারেন।’

তবে যখন ওসি গোলাম মোস্তফা কেকের টুকরা যুবলীগ নেতার মুখে গুঁজে দিচ্ছেন তখন পরিদর্শক (তদন্ত) শরিফুলও করতালি দিচ্ছেন। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি ছিলাম কিনা মনে পড়ছে না।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ‘যুবলীগ নেতা ও কাউন্সিলর সুমনের জন্মদিন উপলক্ষে এদিন ১৯নং ওয়ার্ডের প্রায় ১০টি স্থানে কেক কাটা হয়েছে। সুমনের অনুসারীরাই মূলত এ সব অনুষ্ঠানের ঘরোয়া আয়োজন করেন। সুমন সব আয়োজনে উপস্থিত থাকতে না পারলেও ওইদিন ওসির আয়োজনে উপস্থিত হন।

এলাকাবাসী ও মহানগর যুবলীগের একাধিক সূত্র জানায়, বছর খানেক আগে যুবলীগ নেতা তৌহিদুল হক সুমন এলাকার এক কিশোরকে বলাৎকার করেন। এই বলাৎকারের একাধিক ছবি ফেসবুকে ভাইরাল হলে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

এদিকে ওসির কক্ষে ঘটা করে কেক কেটে জন্মদিন পালনের বিষয়টি ওসির অসদাচরণ কিনা জানতে চাইলে আরএমপির মুখপাত্র এডিসি গোলাম রুহুল কুদ্দুশ বলেন, ‘বিষয়টি আরএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। খতিয়ে দেখা হচ্ছে।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত