ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের টানা দরপতন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ২১:১৬  
আপডেট :
 ০৩ অক্টোবর ২০২৩, ২১:২১

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের টানা দরপতন
স্বর্ণ

আন্তর্জাতিক বাজারে টানা ষষ্ঠ দিনের মতো স্বর্ণের দরপতন ঘটেছে। সোমবার সাত মাসের সর্বনিম্নে ঠেকেছে ধাতুটির দাম। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার ও বেকারত্ব তথ্যের প্রভাবে ডলারের দাম বেড়েছে। এতে স্বর্ণের চাহিদায় নেতিবাচক প্রভাব পড়েছে।

সোমবার স্বর্ণের দাম প্রতি আউন্স এক হাজার ৮৩১ ডলার ৮১ সেন্ট হয়েছে, যা ১০ মার্চের পর সর্বনিম্ন। অন্যদিকে, নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮৫৬ ডলার ২০ সেন্টে।

স্বর্ণের বাজারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় দরপতন ঘটেছে গত সপ্তাহে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকের শেষ সপ্তাহে স্বর্ণের দাম ৩ দশমিক ৭ শতাংশ কমেছে, যা ২০২১ সালের জুনের পর সর্বোচ্চ সাপ্তাহিক পতনের রেকর্ড।

এদিন মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে। ডলারের সূচক বৃদ্ধি পায় শূন্য দশমিক ১ শতাংশ। এ হিসাবে গত ১০ মাস ধরে প্রতিদ্বন্দ্বী মুদ্রার তুলনায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ডলার। এছাড়া মার্কিন বন্ড আরও শক্তিশালী হয়েছে। এদিন ১০ বছরের মার্কিন বন্ডের সূচক শূন্য দশমিক ৯৬ শতাংশ বেড়ে হয় ৪ দশমিক ৬১ শতাংশ। এমন পরিস্থিতিতে নিম্নমুখী প্রবণতা বেড়েছে বুলিয়ন বাজারে।

বিশ্লেষকরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের ক্রমাগত চাপ স্বর্ণ, রুপাসহ বিভিন্ন পণ্যের বাজারে প্রভাব ফেলেছে। ডলারের সূচকে পতন না হওয়া পর্যন্ত বুলিয়ন বাজারের নিম্নমুখী প্রবণতা থাকবে। এমন পরিস্থিতিতে সাধারণত বিনিয়োগকারীরা বন্ডের বাজারের প্রতি আগ্রহী হন। স্বভাবতই পণ্যের বাজারে বাড়ে বিক্রির প্রবণতা। অনিশ্চয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই ধাতুটির দর পতনের সম্ভাবনাও বাড়ে।

কিনেসিস মানির বাজার বিশ্লেষক কারলো অ্যালাবার্টো ডি কাসা বলেন, স্বর্ণের দাম কমে যাওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেডের নীতি সুদহার জড়িত। তার মতে, ফেড দীর্ঘ মেয়াদে নীতি সুদহার বৃদ্ধি করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমার ধারণা স্বর্ণের বাজারে আরও চাপ পড়ছে। দাম কমে এক হাজার ৮০০ ডলার হতে পারে।

এদিকে রুপার দাম ছয় মাসের সর্বনিম্নে নেমেছে। আউন্সপ্রতি মূল্য কমেছে ২ দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২১ ডলার ৬৯ সেন্টে। প্লাটিনামের দাম দশমিক ৪ শতাংশ কমে ৯০০ ডলার ৭১ সেন্টে ঠেকেছে। প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ২৩২ ডলার ১১ সেন্টে স্থির হয়েছে। সূত্র: রয়টার্স

বাংলাদেশ জার্নাল/এমএইচ

  • সর্বশেষ
  • পঠিত