ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

মূল্যায়ন ছাড়াই শিক্ষার্থীদের পাশ, বরখাস্ত দুই

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৩  
আপডেট :
 ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:০২

মূল্যায়ন ছাড়াই শিক্ষার্থীদের পাশ, বরখাস্ত দুই

উত্তরপত্র মূল্যায়ন না করেই শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় (বিএম) পাস করিয়ে দেয়ায় কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আরো পড়ুন: শিক্ষায় প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা

যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন- সুশীল কুমার পাল ও শামসুল আলম। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

কারিগরি ও মাদরাসা বিভাগের উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়, দুই কর্মকর্তা ২০১৯ সালের উল্লিখিত পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়ন না করে শিক্ষার্থীদের ফল প্রকাশ করেন। বিষয়টি প্রমাণিত হয়েছে।

আরো পড়ুন: প্রাথমিকের যে বড় অঙ্কের টাকা তুলে নিচ্ছে মন্ত্রণালয়

এইচএসসি ছাড়া এসএসসি পরীক্ষাতেও দুই কর্মকর্তাসহ বিটিইবির পরীক্ষা নিয়ন্ত্রণ শাখার আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একাধিক বছর এ ধরনের জালিয়াতির ঘটনা তদন্তে প্রমাণিত হয়েছে। বিশেষ করে ২০১৯ সালের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জালিয়াতি করে ১২৮ শিক্ষার্থীকে পাস করানো হয়েছে। চারটি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী নবম শ্রেণিতে লেখাপড়াই করেনি। অথচ সরাসরি এসএসসি পাস করানোর ব্যবস্থা করে দেয় প্রভাবশালী সিন্ডিকেট। এ সিন্ডিকেটে বোর্ডের ৬ কর্মকর্তাসহ ৪ শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক জড়িত।

আরো পড়ুন: প্রাথমিক বিদ্যালয় খোলার পূর্বপ্রস্তুতিতে যে ৯ নির্দেশনা

বিটিইবির তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে তারা হলেন- কম্পিউটার সেলের প্রধান সিস্টেম অ্যানালিস্ট সামসুল আলম, তিন সহকারী প্রোগ্রামার মোহাম্মদ হাসান ইমাম, মোহাম্মদ শামীম রেজা ও ওমর ফারুক। দুই কম্পিউটার অপারেটর হলেন মো. আল-আমিন ও আতিকুর রহমান।

আরো পড়ুন: যেখানে চাইলেই বদলি হতে পারেন প্রাথমিক শিক্ষকরা!

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছেন, বরখাস্ত দু’জনসহ বিভিন্ন সময়ে ফল জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে দুদকের মাধ্যমে অনুসন্ধান চালালে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যাবে। এছাড়া বোর্ডের পরিদর্শন, কম্পিউটার সেল এবং পরীক্ষা নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির অনুসন্ধান করা প্রয়োজন।

আরো পড়ুন: পরীক্ষা না হলে যেভাবে হবে এইচএসসি’র ফল

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত