ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

যে পদ্ধতিতে হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ১৪:২১

যে পদ্ধতিতে হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদ এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় স্কেলে ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে এসব নিয়োগ দেয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সবাই জানতে চেয়েছেন কোন পদ্ধতিতে হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা। এবার এ বিষয়ে কথা বলেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ শাখা) আতিক এস বি সাত্তার।

তিনি বলেন, লাখ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। বেশিসংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা লিখিত আকারে নেওয়াটা বেশ জটিল। সে কারণে এমসিকিউ পদ্ধতিতেই পরীক্ষা হবে। এমসিকিউতে ৮০ নম্বর। এমসিকিউতে যাঁরা পাস করবেন, তাঁদের মৌখিক পরীক্ষায় (২০ নম্বর) অংশ নিতে হবে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত