ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

সরকারি নির্দেশের আগে খুলছে না জবি

  জবি প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২১, ১৩:৫০

সরকারি নির্দেশের আগে খুলছে না জবি
ছবি- প্রতিনিধি

আগামী ফেব্রুয়ারি/মার্চে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো খোলার ব্যাপারে মন্ত্রাণালয় সরাসরি কিছু না জানালেও ইউজিসির সদস্য অধ্যপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, আগে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ওপর থেকে বিষয়টি উঠিয়ে নিক।

তিনি বলেন, স্কুল-কলেজ খুলে গেলে তখন বিশ্ববিদ্যালয়গুলো এমনিতেই খুলে যাবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই খোলার সিদ্ধান্ত নেবে। আর ইউজিসি কোনো বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয় না, শুধু পরামর্শ দেয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কবে নাগাদ খুলতে পারে কিংবা বিশ্ববিদ্যালয় খোলার কোনো প্রক্রিয়া কী শুরু হয়েছে- এমন প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, সরকারের নির্দেশ আসলেই খুলে দেয়া হবে। এখনো আমরা কোনো চিঠি পাইনি।

উল্লেখ্য, গত মার্চ মাস থেকে করোনা মহামারীর কারণে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত