ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

আনোয়ার খান মডার্ণ বিশ্ববিদ্যালয় ও কিউংডং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা সই

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২২, ১৮:৪০  
আপডেট :
 ১২ জুন ২০২২, ১৮:৪৮

আনোয়ার খান মডার্ণ বিশ্ববিদ্যালয় ও কিউংডং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা সই

আনোয়ার খান মডার্ণ বিশ্ববিদ্যালয় (একেএমইউ), বাংলাদেশ ও Kyungdong University, Global Campus of Korea এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

রোববার রাজধানীর উত্তরায় আনোয়ার খান মডার্ণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চুক্তিটি আনুষ্ঠানিক ভাবে স্বাক্ষরিত হয়।

চুক্তিতে সই করেন আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাশেম ও Kyungdong University, Global Campus of Korea এর প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক জন লি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুটি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কর্মকর্তারা। এছাড়া আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

দুই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পুষ্পস্তবক দিয়ে লিখিত চুক্তি বিনিময় করেন। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চুক্তিটি দুই বছরের জন্য কার্যকর থাকবে।

এই চুক্তি অনুযায়ী, একেএমইউর মেধাবী শিক্ষার্থীরা তাদের ক্রেডিট সরাসরি কেডিইউতে স্থানান্তর করতে পারবেন এবং শতভাগ পর্যন্ত বৃত্তি পেতে পারেন। শিক্ষার্থীরা কোরিয়ান ভিসা আবেদন সহায়তা এবং জব প্লেসমেন্ট সহায়তাও পাবেন।

বাংলাদেশ জার্নাল/এমএস/আরকে

  • সর্বশেষ
  • পঠিত