ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

রাবির ‘এ’ ইউনিটে প্রথম হওয়া তানভীরের ফলাফল বাতিল

  বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ১৪:১৫

রাবির ‘এ’ ইউনিটে প্রথম হওয়া তানভীরের ফলাফল বাতিল
ছবি- সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের গ্রুপ-২ থেকে প্রথম হওয়া মু. তানভীর আহমেদের (রোল ৩৯৫৩৪) ফলাফল বাতিল করা হয়েছে। তার হয়ে পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হওয়ায় তার ফলাফল বাতিল করা হয়।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে এ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, গ্রুপ-২ থেকে মু. তানভীর আহমেদ ৯২.৭৫ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছেন। এ নিয়ে সমালোচনা সৃষ্টি হলে আজ দুপুরে তার ফলাফল বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার শেষ দিন ২৭ জুলাই প্রক্সি দেয়ার অভিযোগে আটক পাঁচজনকে কারাগারে পাঠানো হয়। তাদের মধ্যে বায়েজিদ খান একজন। তিনি গ্রুপ-২ এর পরীক্ষার্থী তানভীর আহমেদের হয়ে পরীক্ষা দিয়েছিলেন। তিনি ঢাকার নারায়ণগঞ্জের বাসিন্দা আব্দুস সালামের ছেলে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত