ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

ইবিতে পরিচ্ছন্নতা সচেতনতায় শোভাযাত্রা

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ১৯:৩৫

ইবিতে পরিচ্ছন্নতা সচেতনতায় শোভাযাত্রা
শোভাযাত্রা। ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিষ্কার-পরিছন্নতা সচেতনতায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘পলিথিনকে না বলি আমার ক্যাম্পাস আমি পরিছন্ন রাখি’ স্লোগানকে সামনে রেখে এ শোভাযাত্রার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। এটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক রুহুল কে এম সালেহসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করি, যত্রতত্র না ফেলে আবর্জনা ডাস্টবিনে ফেলি তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। এসময় তিনি সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গঠনের আহ্বান জানান।

পরে ট্রেজারার ক্যাম্পাসের প্রধান ফটকসংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত