ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

৪২ দিনের ছুটি পাচ্ছে ঢাবি শিক্ষার্থীরা

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০১৮, ২২:০৮

৪২ দিনের ছুটি পাচ্ছে ঢাবি শিক্ষার্থীরা

জুন মাসের ২৯ ও ৩০ তারিখ যথাক্রমে শুক্র ও শনিবার (ছুটির দিন) হওয়ায় গ্রীষ্মকাল ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ৪২ দিনের ছুটি পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এ উপলক্ষে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ছুটি শুরু হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী গ্রীষ্মকালীন, জুমাত-উল-বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০ মে থেকে আগামী ২৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। এদিকে, ২৯ জুন শুক্রবার ও ৩০ জুন শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগামী ১ জুলাই রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৩ জুন থেকে ২০ জুন বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। ২১ জুন থেকে যথারীতি অফিস খোলা থাকবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত