ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

নারী শরীর চর্চা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৮, ১৮:৫৮

নারী শরীর চর্চা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

দেশের বেসরকারি সব বালিকা বিদ্যালয় এবং মহিলা কলেজে শরীরচর্চার শিক্ষক হিসেবে নারী শিক্ষকদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, দেশের বেসরকারি বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে শরীরচর্চার শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা যথাযথ পালন করে নারী শিক্ষক নিয়োগ দিতে হবে।

এ প্রসঙ্গে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ফজিলাতুন নাহার বলেন, সরকারের এ সিদ্ধান্তে ছাত্রীদের সংকোচ অনেক কমে যাবে। এর ফলে খেলাধুলায় মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। একই সাথে নারী শিক্ষার প্রসারে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত