ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ঢাবি কর্তৃপক্ষের পাহারায় ক্যাম্পাসে ছাত্রদল নেতারা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৯, ১৯:৩৩  
আপডেট :
 ১০ জানুয়ারি ২০১৯, ১৯:৫১

ঢাবি কর্তৃপক্ষের পাহারায় ক্যাম্পাসে ছাত্রদল নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গঠনতন্ত্র নিয়ে আলোচনা সভায় প্রক্টর টিমের পাহারায় অংশ নিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়। বেলা ১১ টায় অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত হলেও ছাত্রদলের নেতারা যথাসময় উপস্থিত না হওয়ায় তা আধা ঘন্টা পরে শুরু হয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী সভায় উপস্থিত হন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, সহকারী প্রক্টর মো. বদ্রুজ্জামান ভুইয়া, সহকারী প্রক্টর সীমা ইসলামসহ প্রক্টর টিমের ১০ থেকে ১২ জন সদস্য ছাত্রদলের নেতাদের নিরাপত্তা দিয়ে সভায় নিয়ে আসেন।

এর আগে অনুষ্ঠিত হওয়া প্রথম দফার আলোচনা সভায়ও পাহারা দিয়ে ক্যাম্পাসে নেয়া হয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকীকে।

ছাত্রদল বিভিন্ন স্তরের নেতাকর্মীদের দাবি, এইভাবে নিয়ে আসা মানে বোঝাই যায় ক্যাম্পাসে সহাবস্থান নেই। বিশ্ববিদ্যালয়ে আমরা নিরাপদ নই। তাছাড়া, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাওয়াতে আমরা সভায় আসতে শঙ্কা রয়েছে। এজন্য প্রক্টর ছাত্রদলকে সহযোগিতা করেছে। ডাকসু নিয়ে প্রচারণা চালাতে গেলে তখন কে সহযোগিতা করবে? প্রশাসনের উচিত দ্রুতই ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী এ বিষয়ে বলেন, তারা আমাদের সহযোগিতা চেয়েছিল। আমরা তাদের সহযোগিতা করেছি। আমাদের কাজ সবাইকে সহযোগিতা করা।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত