ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ঢাবি বিজ্ঞান অনুষদের ডিন্স অ্যাওয়ার্ড পেলেন ৫ শিক্ষক ও ৩৭ শিক্ষার্থী

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৯, ২০:৫০

ঢাবি বিজ্ঞান অনুষদের ডিন্স অ্যাওয়ার্ড পেলেন ৫ শিক্ষক ও ৩৭ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজ্ঞান অনুষদের ৩৭ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষককে ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের বিএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় শিক্ষার্থীদেরকে এবং পুস্তক রচনা ও মৌলিক গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষকদেরকে বিজ্ঞান অনুষদের ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিন্স অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে মেডেল ও সনদপত্র তুলে দেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকগণ হলেন- অধ্যাপক ড. সমীর কুমার ভৌমিক, অধ্যাপক ড. এম. শফিকুর রহমান, অধ্যাপক ড. তামান্না হাওলাদার, সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং সহকারী অধ্যাপক নাবিল আওয়ান।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নৈতিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় সামনে এগিয়ে যাওয়ার জন্য জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে নানান সুযোগ-সুবিধা এবং সকলকে এসব সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করতে হবে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পঠিত