ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

হাবিপ্রবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু ৬ ফেব্রুয়ারি

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৬

হাবিপ্রবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু ৬ ফেব্রুয়ারি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের লেভেল ১, সেমিস্টার ১ এর ভর্তি ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে হাবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক শ্রীপতি শিকদার হাবিপ্রতিতে ভর্তি সংক্রান্ত তথ্য দিয়ে নিশ্চিত করেছেন।

৬ ফেব্রুয়ারি বুধবার ‘এ’ এবং ‘জি’ ইউনিটের মেধা তালিকা থেকে ভর্তি করা হবে এবং আগামী ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ এবং ‘এফ’ ইউনিটের মেধা তালিকা থেকে ভর্তি করা হবে।

এছাড়া আগামী ১১ ফেব্রুয়ারি সকল ইউনিটের অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে। অপেক্ষমান তালিকা থেকে রিপোর্টকৃতদের ১২ ফেব্রুয়ারি ‘এ’ এবং ‘জি’ ইউনিটের এবং ১৩ ফেব্রুয়ারি ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ এবং ‘এফ’ ইউনিটের ভর্তি করা হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত