ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক বিদ্যালয়ে সাপ আতঙ্ক

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৯, ০০:২০  
আপডেট :
 ১৯ এপ্রিল ২০১৯, ০০:২৩

প্রাথমিক বিদ্যালয়ে সাপ আতঙ্ক

যশোরের শার্শা উপজেলার গোগা পূর্ব ডিজিটাল ভিলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাপ আতঙ্কে ঠিকমত ক্লাস করতে পারছে না। বিদ্যালয়ের মধ্যে ক্লাস চলাকালিন সময়ে যখন তখন সাপ ঢুকে পড়ছে।

এতে একদিকে যেমন লেখাপড়ায় বিঘ্ন ঘটছে অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের স্কুল করতে হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহারাব হোসেন জানাান, এ স্কুলে ১২২ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে বড় একটি সাপ শ্রেণীকক্ষে ঢুকে পড়লে শিক্ষার্থীরা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে। পরে স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাসেম গাজী লোকজন নিয়ে সাপটি মেরে ফেলে। ওই সময় সাপ আতঙ্কে ছেলে-মেয়েরা ক্লাস না করে বাড়ি চলে যায়।

তিনি আরো জানান, বিলের ধারে ডোবা যায়গায় টিনসেড দিয়ে তৎকালীন সময়ে এই বিদ্যালয়টি নির্মাণ করা হয়। টিনের ফাঁক দিয়ে ঘরে প্রায়ই সাপ ঢোকে। এর আগেও বেশ কয়েক বার এমন ভাবে সাপ মেরে ফেলা হয়েছে। যে কারণে ছেলে-মেয়েরা স্কুলে আসতে ও ক্লাস করতে ভয় পায়। বিশেষ করে বর্ষা মৌসুমে এই সমস্যাটা বেশি দেখা যায়। এখন বর্ষা মৌসুম চলছে।

বিষয়টি উপজেলা শিক্ষা অফিসে অবগত করা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • পঠিত