ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষিকাকে বরখাস্ত করা সেই শিক্ষা কর্মকর্তাকে বদলি

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১৯:৪৬  
আপডেট :
 ২১ আগস্ট ২০১৯, ১৯:৪৮

সেই শিক্ষা কর্মকর্তাকে বদলি

ঝিনাইদহের আলোচিত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আক্তারুজ্জামানকে বদলি করা হয়েছে। গত মাসে এক শিক্ষিকাকে বরখাস্ত করা আলোচিত হয়েছিলেন তিনি। যদিও পরে সেই বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।

বদলির খবর বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন মো. আক্তারুজ্জামান নিজেই। তিনি বলেন, আমাকে অধিদপ্তরের এডি হিসেবে বদলি করা হয়েছে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্ররা সাবলীলভাবে ইংরেজি পড়তে না পারায় এক শিক্ষিকাকে বরখাস্ত করেছিলেন তিনি। কিন্তু সাময়িক বরখাস্ত করে জারি করা চিঠির ২২ জায়গায় ভুল করেছিলেন খোদ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আক্তারুজ্জামান।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো. আক্তারুজ্জামান চিঠিতে ভুলের কথা স্বীকার করে সেই সময় বলেছিলেন, ব্যস্ততার কারণে আমি ভুলে ভরা চিঠিতে স্বাক্ষর করেছিলাম।

  • সর্বশেষ
  • পঠিত