ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের নির্দেশনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ১৭:৫৯  
আপডেট :
 ২৫ আগস্ট ২০১৯, ১৮:০৭

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের নির্দেশনা

সোমবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বিকেলে রাজধানীর বেইলী রোডে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুটি করে গাছের চারা লাগানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ নির্দেশের প্রেক্ষিতে ইআইআইএনধারী সব শিক্ষা প্রতিষ্ঠানে একটি ফলদ ও বনজ বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শোককে শক্তিতে রূপান্তর করতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পরামর্শে সব শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে শিক্ষা অধিদপ্তর থেকে জারি সংবাদ বিজ্ঞপ্তিতে, সব শিক্ষা প্রতিষ্ঠানে নেয়া বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করে আগামী ৩১ আগস্টের মধ্যে ছবি অনলাইনে শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে ইআইআইএনধারী সব শিক্ষা প্রতিষ্ঠানকে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত