ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

আজ থেকে ননএমপিওদের আমরণ অনশন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ০২:১৫

আজ থেকে ননএমপিওদের আমরণ অনশন
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির সাথে শিক্ষক নেতাদের আলোচনায় দাবি পূরণের কোনও আশ্বাস মেলেনি। তাই সোমবার (২১ অক্টোবর) থেকে অনশন শুরুর ঘোষণা দিয়েছেন ননএমপিও শিক্ষক-কর্মচারী নেতারা। সব প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তি চান শিক্ষক-কর্মচারীদের একাংশ।

এ দাবিতে সোমবার থেকে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে আমরণ অনশন শুরু করবেন শিক্ষকরা।

শিক্ষামন্ত্রী সাথে ননএমপিও শিক্ষক নেতাদের আড়াই ঘন্টার বৈঠকে কোনও দাবি মানার আশ্বাস না পাওয়ায় ফের অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার রাত সাড়ে দশটার দিকে ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. বিনয় ভুষন এবং সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। যদি এমপিও নীতিমালা অনুযায়ী শুধু যোগ্য প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার।

শিক্ষকরা জানান, স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অধিকার আদায়ের দাবিতে এ গণঅবস্থান কর্মসূচি পালন করছি। নতুন নীতিমালাটি ২০১৮ খ্রিষ্টাব্দে জারি করা হলেও আমাদের প্রতিষ্ঠানগুলো নতুন না। আমরা দীর্ঘদিন ধরে পাঠদান করিয়ে আসছি। ৫ হাজার ২৪২টি প্রতিষ্ঠান স্বীকৃতি পেলেও নীতিমালার কথা বলে আমাদের দমিয়ে রাখা হচ্ছে। একাডেমিক স্বীকৃতিই এমপিও মানদণ্ড। আমরা সে হিসেবে আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হবে সে আশা করছি। আমরা শুরু থেকেই দাবি জানাচ্ছি স্বীকৃতপ্রাপ্ত সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার।

শিক্ষকরা বলেন, আমরা নীতিমালা মানিনা। নীতিমালা একটাই একাডেমিক স্বীকৃতি। নতুন এমপিও খুবই কঠোর। এ নীতিমালা রাজনৈতিকভাবে পর্যালোচনা করা হয়নি। শিক্ষক সমাজ বা সুধি সমাজ থেকেও তা পর্যালোচনা করা হয়নি। এ নীতিমালা আমরা মানি না।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত