ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করলেন বশেমুরবিপ্রবির শিক্ষক

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ১৬:২২

যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করলেন বশেমুরবিপ্রবির শিক্ষক

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক বিদেশি শিক্ষার্থীর আনা যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর হুমায়ুন কবির।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫ম তলায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুমায়ুন কবির বলেন, সাবেক ভিসি খোন্দকার নাসির উদ্দিনের অনৈতিক কার্মকাণ্ডের প্রতিবাদ করে পদত্যাগ করেছি। এ কারণে সাবেক ভিসিপন্থী কিছু শিক্ষক ষড়যন্ত্র করে সুমি সিং নামের ওই শিক্ষার্থীকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। এ কারণে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দেবে। এছাড়া থানার একটি মানহানির মামলা করা হবে। এ সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে বুধবার সুমি সিং নামের এক নেপালী শিক্ষার্থী সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর হুমায়ুন কবিরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র দেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত