ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

জানুয়ারিতেই ১৬তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৯, ১২:২৭

জানুয়ারিতেই ১৬তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ!

আগামী জানুয়ারি মাসের শেষভাগেই ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। খুব দেরি হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ফল প্রকাশ করা হবে।

১৬তম নিবন্ধনের লিখিত পরীক্ষা ফল প্রকাশের এ পরিকল্পনার কথা জানিয়েছেন এনটিআরসিএর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন।

গত ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হলো ষোড়শ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন প্রার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন।

লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কে এনটিআরসিএর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন জানান, ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা খাতা দেখে ইতিমধ্যে পরীক্ষকরা নম্বর জমা দিয়েছেন। সেই নম্বর টেবুলেশন শিট তুলে তা কম্পিউটারের রান করাতে হবে। তারপর ফল পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে এনটিআরসিএর কর্মকর্তারা ১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা গ্রহণে ব্যস্ত সময় পার করছেন। তাই, ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রক্রিয়াকরণে সুযোগ আমরা এখনই পাচ্ছিনা।

এস এম আশফাক হুসেন আরও বলেন, জানুয়ারিতে ১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হবে। তাই, আশা করছি জানুয়ারিতেই ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রক্রিয়াকরণ বা নম্বর টেবুলেশন শীট অন্তর্ভুক্তিকরণ শুরু হবে। আশা করছি, জানুয়ারি শেষভাগে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারব। তবে, তা নাহলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে।

তবে, জানুয়ারির শেষভাগেই ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেন চেয়ারম্যান।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমানারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল পর্যায়-২ এ ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ২৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় পাসের হার ছিল ২৩ দশমিক ৮২ ভাগ। ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

গত ৩০ আগস্ট ১৬ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা আর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ১১ লাখ ৭৬ হাজার প্রার্থী ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত