ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইবির ১৫ লাখ টাকার চেক হস্তান্তর

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২০, ১৫:১৪

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইবির ১৫ লাখ টাকার চেক হস্তান্তর

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

রোববার প্রধানমন্ত্রীর তেজগাও কার্যালয় ও গণভবনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচীব ড. আহমদ কায়কাউস।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে ইবি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. সেলিম তোহাকে পরিচয় করিয়ে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনের জন্য ইবি পরিবারের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এছাড়া করোনা সংকটকালীন বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী তাদের বেতন হতে তহবিল গঠন করে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়ানো, কুষ্টিয়ায় পিসিআর ল্যাবে করোনা টেস্টে বায়োটেকনোলজি ও জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের কারিগরী সহায়তা প্রদানসহ করোনা মোকাবেলায় গৃহীত বিভিন্ন কর্মকান্ডের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী ইবি উপাচার্যের বক্তব্য শুনে গৃহীত সকল কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত