ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ঢাবি ছাত্রলীগের ভর্তি সহায়তা কার্যক্রম অব্যাহত

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৮, ১১:২৮  
আপডেট :
 ১২ অক্টোবর ২০১৮, ১৫:০০

ঢাবি ছাত্রলীগের ভর্তি সহায়তা কার্যক্রম অব্যাহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

জানা যায়, শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় ২৩টি বুথ স্থাপন করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে ছাত্রলীগের কর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা করছে। এছাড়া ‘জয় বাংলা বাইক সার্ভিস’র কার্যক্রমও অব্যাহত ছিল।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বাংলাদেশ জার্নালকে বলেন, ‘আপা (শেখ হাসিনা) আমাদেরকে বলেছেন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মাঠে থাকতে। তাই আমরা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের সহায়তায় নিয়োজিত আছি, সামনেও থাকব’।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত