ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

‘থ্যাংক ইউ বাংলাদেশ’ গাইলেন তারা

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২০, ১৭:৪৮

‘থ্যাংক ইউ বাংলাদেশ’ গাইলেন তারা

করোনার ভয়াল থাবায় থমকে গেছে সবকিছু। স্বাভাবিক জীবন হয়ে উঠেছে বিষাদময়। বহু অপেক্ষার পর কর্মযজ্ঞে ফিরছে মানুষ। আবারও সুদিন ফিরবে দেশে সেই আশায় বুক বেঁধেছেন সবাই। ডাক্তার, পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী, চাষী, সামরিকবাহিনীর সদস্য অথবা সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ দেশের প্রতিটি পেশার মানুষ চেষ্টা করে যাচ্ছেন দেশকে সচল রাখতে। মৃত্যুর ঝুঁকিকে তুচ্ছ করে, নিজ পরিবারের কথা চিন্তা না করে কাজ করে যাচ্ছেন সবাই।

সেইসব মানুষদের প্রতি শ্রদ্ধা রেখে তৈরি হয়েছে গান ‘থ্যাংক ইউ বাংলাদেশ’। দেশাত্ববোধক চেতনায় চারটি প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই গানটি। যেখানে প্রথম অংশে, করোনা পরিস্থিতির পূর্বে বাংলার চিরাচরিত অপরূপ সৌন্দর্য দেখানো হবে। দ্বিতীয় গানের দৃশ্যে করোনা পরিস্থিতিতে বাংলার অবস্থা চিত্রায়িত হবে। তৃতীয় গানের দৃশ্যে বাঙালির করোনা মোকাবিলা করার চিত্র উঠে আসবে। সবশেষে আগের স্বরূপে ফিরে আসছে বাংলাদেশ সেই আশা ফুটে উঠবে।

এ গানের সংগীত পরিচালনা করেছেন সাজেদুর সাহেদ এবং গানটির পরিকল্পনা ও ভিডিও পরিচালনা করেছেন এ,বি,এম, এহসানুজ্জামান অভি।

গানটিতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পীরা। তারা হচ্ছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, দিলশাদ নাহার কাকলী, কাজী শুভ এবং মো. আশরাফুল আলম সুজন।

গানটি শিগগিরই প্রকাশ হবে গান বাংলা টিভির পর্দায় এবং ইউটিউব চ্যানেলে।

আইএন

  • সর্বশেষ
  • পঠিত