ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

মেয়াদ শেষেও ছাড়া পাননি রিয়া চক্রবর্তী

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৫  
আপডেট :
 ২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৮

মেয়াদ শেষেও ছাড়া পাননি রিয়া চক্রবর্তী

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগে গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এরপর আদালত তাকে ১৪ দিন কারাগারে থাকার নির্দেশ দেন। মঙ্গলবার তার কারাবাসের মেয়াদ শেষ হলেও তিনি ছাড়া পাননি। মাদক মামলা সংক্রান্ত বিশেষ আদালত এনডিপিএস (নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) তার হেফাজতের মেয়াদ বাড়িয়েছে।

আগামী ৬ অক্টোবর পর্যন্ত মুম্বাইয়ের বাইকুল্লা জেলেই থাকতে হবে তাকে। তবে ইতিমধ্যেই বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন রিয়া ও তার ভাই শৌভিক। আগামীকাল শুনানি হওয়ার কথা রয়েছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগ উঠে আসার পর গত ৯ সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সে বার ১৪ দিনের জেল হেফাজত হয় রিয়ার। মঙ্গলবার সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে আদালতে আবেদন জানিয়েছিল এনসিবি। তাতেই আদালত এদিন আরও ১৪ দিনের হেফাজত মঞ্জুর করে।

সুশান্তের মৃত্যুর আগে কয়েক মাস ধরে তার সঙ্গে সম্পর্কে ছিলেন রিয়া। কিন্তু গত ১৪ জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর রিয়াকেই কাঠগড়ায় তোলে প্রয়াত অভিনেতার পরিবার। রিয়ার নামে মামলা দায়ের করেন সুশান্তের বাবা। রিয়া তার ছেলের টাকা নয়ছয় করেছেন এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

শুরুতে মহারাষ্ট্র পুলিশের হাতে সুশান্ত মৃত্যুর তদন্তভার থাকলেও, সুপ্রিম কোর্টের নির্দেশে ফের তা সিবিআইয়ের হাতে ওঠে। টাকা নয়ছয়ের অভিযোগ খতিয়ে দেখার ভার পড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

এদিকে মাদক যোগের ঘটনায় নাম এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরও। মঙ্গলবার দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশকে জেরা করে এনসিবি। ট্যালেন্ট এজেন্সির একজিকিউটিভ জয়া সাহাকেও এ দিন দ্বিতীয় বার জেরা করা হয়। জেরা করা হয় সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদীকেও।

আরও পড়ুন

সুশান্ত ইস্যুতে এবার ফাঁসছেন দীপিকা!

সুশান্তের প্রেমিকা রিয়া গ্রেপ্তার

সুশান্তের মৃত্যুতে ফাঁসছেন রিয়া!​

বাংলাদেশ জার্নাল/ আইএন

  • সর্বশেষ
  • পঠিত