ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

লাভের ঘরে ঢুকে পড়েছে ‘দেবী’!

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ১৩:০৩  
আপডেট :
 ২৩ অক্টোবর ২০১৮, ১৩:১৫

লাভের ঘরে ঢুকে পড়েছে ‘দেবী’!

শিরোনামটি পড়ে অবাক হয়ে যাওয়াটাই স্বাভাবিক। মুক্তির মাত্র চার দিনেই একটি ছবি লাভের ঘরে ঢুকে পড়া চাট্টেখানি কথা নয়। ঢাকাই সিনেমার মন্দা মৌসুমী এটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। আর এই চমকপ্রদ কাজটি করেছে সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা ‘দেবী’।

গত শুক্রবার (১৯ অক্টোবর) দেশব্যাপী বাছাইকৃত ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দেবী’। এরমধ্যে ঢাকার হলগুলোতে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা কিংবা মধুমিতার মতো হলগুলোতে প্রচুর দর্শক হচ্ছে সিনেমাটির। যার ফলে মুক্তির মাত্র চার দিনের মাথায় ‘দেবী’ লাভের ঘরে প্রবেশ করেছে।

বিষয়টি জানিয়েছেন ‘দেবী’র পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সোমবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে ‘দেবী’র গেট টুগেদার শো’তে বিষয়টি জানান আজিজ। তিনি বলেন, আমি জয়া আহসানের কাছে একটা প্রশ্ন করতে চাই, যেই প্রশ্নের ব্যাপারে কারো আইডিয়া নেই। কারণ ‘দেবী’র পরিবেশনা আমরা করছি। এই সিনেমা এরইমধ্যে লাভের মুখ দেখে ফেলেছে। তো লাভের টাকা দিয়ে জয়া আহসান কী করবেন? নতুন আরেকটি মার্সিটিজ গাড়ি কিনবেন নাকি বাড়ি বানাবেন?

আব্দুল আজিজের দেয়া এমন তথ্যে উচ্ছ্বসিত হন জয়া। খুশিমনেই জানালেন, ‘দেবী’র সাফল্যের পর তিনি এর অর্থ দিয়ে কোনো গাড়ি কিংবা বাড়ি কিনবেন না, বরং আরেকটি ভালো সিনেমা বানাবেন।

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দেবী’ সিনেমাটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে মিসির আলি চরিত্রে চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান, নীলু চরিত্রে শবনম ফারিয়া ও আনিস চরিত্রে অনিমেষ আইচ অভিনয় করেছেন। সরকারি অনুদানের পাশাপাশি ‘দেবী’ প্রযোজনা করেছে জয়ার প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা। সিনেমাটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

বাংলাদেশ জার্নাল/কেআই/

  • সর্বশেষ
  • পঠিত